ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু

Looks like you've blocked notifications!

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার ভোরে আরো এক মুসল্লি মারা গেছেন। তাঁর নাম আবুল হোসেন (৫৫)। তিনি ঢাকার কদমতলীর পাঁচেরবাগ এলাকার বাসিন্দা ছিলেন। 

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তায়ফুল হক গণমাধ্যমকে বলেন, আবুল হোসেনকে ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসে ইজতেমা কর্তৃপক্ষ। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।  

ইজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার আদম আলী জানান, আবুল হোসেনকে নিয়ে ইজতেমায় মোট ছয় মুসল্লির মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার ভোরে ফেনীর সফিকুর রহমান (৫৮), দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের আব্দুর রহমান (৫৫) মারা যান। আগের দিন বৃহস্পতিবার দুপুরে নাটোরের মোহাম্মদ আলী (৫৫) ও দিবাগত রাতে কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলামের (৬৫) মৃত্যু হয়।

এ ছাড়া বুধবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বর (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।