মুন্সীগঞ্জে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে নৌ ডাকাত’ নিহত

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জ সদর উপজেলায় তথাকথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি একজন চিহ্নিত নৌ ডাকাত। তাঁর বিরুদ্ধে ছয়টি ডাকাতির মামলা রয়েছে।

গতকাল শনিবার দিবাগত ২টায় উপজেলার মহাকালী ইউনিয়নের তালেশ্বর সেতুর নিচে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে আজ রোববার সকালে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন।

নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৩০)। তিনি উপজেলার কালীরচর গ্রামের বাসিন্দা।

‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে ওসি আলমগীর হোসাইন দাবি করেন, গতকাল রাতে হুমায়ুনকে উপজেলার মুক্তারচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ডাকাত বাহিনীর সদস্যরা হুমায়ুনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পরে পুলিশও পাল্টা গুলি করলে হুমায়ুন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।

ওসি আলমগীরের দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুই পুলিশ সদস্য উপপরিদর্শক (এসআই) দেবাশীষ কুণ্ডু ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মিনহাজ আহত হয়েছেন বলেও দাবি ওসি আলমগীরের। আহতরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।