খন্দকার মোশাররফ হোসেন

মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের নামে তামাশা হচ্ছে

Looks like you've blocked notifications!
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি

মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের বিষয়টিকে ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘মাদক ব্যবসায়ীদের একজন একজন করে ধরা হচ্ছে। আবার পুলিশ অফিসার গিয়ে ঘটা করে ধরছে। পুলিশের কাছে আগেও তো লিস্ট ছিল। তাদের ধরে আবার এমনভাবে মামলা দেওয়া হয়, যাতে তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে পারে। কেন তা করা হচ্ছে? এর মূল কারণ একটাই, তারা ক্ষমতাসীনের লোক। আত্মসমর্পণের নামে তামাশা চলছে।’

‘নারী ও শিশু নির্যাতন : প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করেন বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা।

‘দেশে গণতন্ত্র নেই’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের দলের অঙ্গ সংগঠনগুলোর পুনর্গঠন চলছে। ছোটখাটো ভুল বোঝাবুঝি কাটিয়ে আমাদের বিএনপিকেই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করতে হবে। আজকে যেদিকেই তাকাবেন, সব দিকেই অবক্ষয়। দেশে একনায়কতন্ত্র চলছে, এক ব্যক্তির শাসন চলছে। যেহেতু দেশে গণতন্ত্র নেই, তাই সবকিছুতেই অবক্ষয় দেখা দিয়েছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে আটক থাকা প্রসঙ্গ টেনে দলের এই শীর্ষ নেতা বলেন, ‘এক বছর পার হয়ে গেল, নানা অজুহাতে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। একজন নারী প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালে নারী, শিশু নির্যাতিত হচ্ছে।’

নারীর ক্ষমতায়নের জন্য মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ‘তাই খালেদা জিয়াকে বন্দি রেখে গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। জনগণ ৩০ ডিসেম্বরের জীবনের বাজি রেখে ভোট দিতে চেয়েছিল, কিন্তু তারা তা পারেনি। তাই জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করব।’

নূরে আরা সাফার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. শাহেদা রফিক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।