স্যান্ডেলের ভেতরে মিলল ১৪ সোনার বার!

Looks like you've blocked notifications!
১৪টি সোনার বারসহ আটক হওয়া দিলীপ হাওলাদার। ছবি : এনটিভি

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ১৪টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাতে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে দিলীপ হাওলাদার (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি পুটখালী গ্রামের বাসিন্দা।

খুলনায় বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমরাম উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে বিজিবি জানতে পারে, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে। পরে পুটখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি সদস্যরা। অভিযান চালিয়ে দিলীপ হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁর পায়ের স্যান্ডেলের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪টি সোনার বার উদ্ধার করা হয়, যার মূল্য ৮৫ লাখ টাকা।

আটক হওয়া দিলীপ হাওলাদারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ওই থানায় একটি মামলা করা হয়েছে।