বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন কারাগারে
রমনা থানায় দায়ের করা পৃথক তিন মামলায় বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এই আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে বলেন, আজ মহানগর দায়রা জজ আদালতে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন রমনা থানার পৃথক তিন মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি রমনা থানধীন এলাকায় বিএনপির এক থেকে দেড় হাজার নেতাকর্মী পুলিশের কাজে বাধা দান করেন এবং লাঠিসোটা, লোহার রড, ইট-পাটকেল দিয়ে রাস্তার গাড়ি ভাঙচুর করেন।
এ ঘটনায় রমনা থানায় দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ। এসব মামলায় আজ জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।