ডিএমপি কমিশনার

একুশে ফেব্রুয়ারিতে হুমকি নেই, চার স্তরের নিরাপত্তা

Looks like you've blocked notifications!
আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি : এনটিভি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘একুশে ফেব্রুয়ারি সামনে রেখে কোনো ধরনের হুমকি নেই। এর মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মহানগর পুলিশ।’

আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আছাদুজ্জামান মিয়া।

এ সময় ডিএমপি কমিশনার আরো বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় চেকপোস্ট তৈরি করব। ২০ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ২১ তারিখ পর্যন্ত এই চেকপোস্টের ভেতর দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কর্মচারী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের স্টিকার ব্যতীত কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না।’

পুলিশ কমিশনার আরো বলেন, ‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, বিদেশি কূটনীতিক ও ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণদের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ মিনার। তবে সাধারণ নাগরিকদের সবাইকে পলাশী হয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। আর শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর ও চানখাঁরপুল হয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে।’

একুশের প্রথম প্রহরে বা সারা দিনে কোনো ধরনের ব্যাগ, ছুরি, কাঁচি, দাহ্য পদার্থ ও ব্যাকপ্যাক সঙ্গে নিয়ে না আসার জন্য সবাইকে অনুরোধ জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।