একজন সেবক হয়ে থাকতে চাই : আতিকুল

Looks like you've blocked notifications!
মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। ছবি : এনটিভি

একজন সেবক হয়ে ঢাকার উন্নয়নে কাজ করতে চান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এমন আগ্রহ ব্যক্ত করেন।

পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ যৌথভাবে আয়োজন করে এই মতবিনিময় সভার।

এ সময় এফবিসিসিআই সভাপতিসহ ব্যবসায়ী নেতারা ঢাকা উত্তর সিটি করপোরেশেন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামকে সমর্থন জানান।

সভায় আতিকুল ইসলাম নির্বাচিত হলে সিটি করপোরেশনের সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের প্রতিজ্ঞা ব্যক্ত করেন। এ ছাড়া বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে একটি বাসযোগ্য নগর তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি মনে করি আমি এবং আমরা আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। আমাদের সময় এসেছে সুশাসন নিশ্চিত করার। সেই সুশাসনকে কাজে লাগাতে গেলেই জবাবদিহিতা তার অন্যতম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জবাবদিহিতা থাকতে হবে সিটি করপোরেশনের প্রশাসনের ভিতরে।’