কেসি কলেজে ‘কথন'-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গতকাল রোববার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঝিনাইদহের সরকারি কেসি কলেজ সাংস্কৃতিক সংসদ ‘কথন’-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ।
এ উপলক্ষে বেলা ১১টায় কলেজ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই র্যালিতে অংশ নেন। এর আগে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেসি কলেজের অধ্যক্ষ ড. বি.এম. রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই। সবশেষে শহীদ মিনার চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।