শুধু জামায়াত নয়, বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
জাতীয় জাদুঘরে বুধবার ‘গণতান্ত্রিক অভিযাত্রায় শেখ হাসিনা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : এনটিভি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধে বিরোধিতার জন্য শুধু জামায়াতে ইসলামী নয়, তাঁদের সঙ্গে নিয়ে রাজনীতি করার দায়ে বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত।

আজ বুধবার দুপুরে জাতীয় জাদুঘরে ‘গণতান্ত্রিক অভিযাত্রায় শেখ হাসিনা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘জামায়াতে ইসলামী দলগতভাবে ক্ষমা চাইলেও মুক্তিযুদ্ধে বিরোধিতা করা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন থেকে দায়মুক্তি পেতে পারে না, দায়মুক্তি পাবে না।’

‘রাজনৈতিক জোট গঠন করা, সাথে নিয়ে সরকার গঠন করা, এক সাথে নির্বাচন করা, এ জন্য বিএনপিও একই অপরাধে অপরাধী। সুতরাং বিএনপিও দায়মুক্তি পেতে পারে না। আমি মনে করি জামায়াতে ইসলামী ক্ষমা চাওয়ার পাশাপাশি বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত’, বলেন হাছান মাহমুদ।

সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শোচনীয় পরাজয়ের ভয়েই বিএনপি উপজেলা এবং সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সাহস পাচ্ছে না। নির্বাচন বয়কট করে তারা আবারও জনগণের কাছে যাওয়ার সুযোগ হারাল বলে মন্তব্য করেন তিনি।