তিনজনের খোঁজে এসে বাকরুদ্ধ আলী আহম্মদ

Looks like you've blocked notifications!
বাকরুদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে বসে আছেন আলী আহম্মদ। ছবি : এনটিভি

পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের পর একই পরিবারের তিন সদস্যের নিখোঁজ হওয়ায় বাকরুদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে বসে আছেন আলী আহম্মদ।

তাঁর ভাই সালেহ, ভাইয়ের স্ত্রী জাহেন ও আট বছরের ভাতিজা আফতাব নিখোঁজ।

আলী আহম্মদের প্রতিবেশী মাসুম জানান, তিনজনের নিখোঁজ হওয়ার ঘটনায় আলী বাকরুদ্ধ হয়ে আছেন। কারো সঙ্গে কোনো কথা বলছেন না। সকাল থেকে ঢাকা মেডিকেলে এভাবেই বসে আছেন। মর্গে খোঁজ করা হয়েছে কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

মাসুম বলেন, চকবাজারেই ভাই, ভাইয়ের স্ত্রী ও ভাতিজা থাকেন। আগুন লাগার পর থেকে তাদের কোনো খোঁজ মিলছে না। আদৌ বেঁচে আছেন কি না, তাও জানি না।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাসুম বলেন, আগুন লাগার পর যতই পানি ঢালা হচ্ছিল ততই দাউ দাউ করে লাগছিলে। তীব্র আগুনের তাপে এলাকায় থাকা দায় হয়ে দাঁড়াচ্ছিলে। কেমিক্যালের গোডাউন থেকে ভয়াবহ এ আগুন লেগেছে।

এ বিষয়ে আলী আহম্মদের কাছে জানতে চাইলে তিনি বাকরুদ্ধ অবস্থায় কিছু বলতে পারেননি। অঝোরে কান্না করে যাচ্ছিলেন।