ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার : কাদের

Looks like you've blocked notifications!
রাজধানীর চকবাজারে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : ফোকাস বাংলা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চকবাজারের আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করবে সরকার।’

মন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কাদের। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।’ বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।

ওবায়দুল কাদের বলেন, ‘এ দুর্ঘটনা থেকে আমরা শিক্ষা পেয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্থানীয় সংসদ সদস্য হাজি মো. সেলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনার পর সরকার কোনো আলস্য করেনি।’ তিনি বলেন, ‘পুরান ঢাকার রাস্তা সরু, মানুষের ঘিঞ্জি পরিবেশের কারণে সঠিকভাবে যান চলাচল করতে পারে না। এখানে প্রচুর কেমিক্যাল ছিল। এজন্য হতাহতের সংখ্যা বেড়েছে।’

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনার পর চকবাজার এলাকা থেকে সব রাসায়নিক দ্রব্যের গোডাউন ও কারখানা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এক শ্রেণির ব্যবসায়ী একই জায়গায় আবারও তাদের ব্যবসা চালু করে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ ওই এলাকায় ব্যবসার জন্য লাইসেন্স প্রদান বন্ধ করলেও, ব্যবসায়ীদের একটি শ্রেণি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল।’ এ বিষয়ে মেয়র প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান মন্ত্রী।