চিকিৎসায় যা যা লাগে তা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : এনটিভি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘দগ্ধ অবস্থায় ৯ জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে, যাদের ৩ জন আইসিইউতে। তাদের চিকিৎসায় যা যা লাগে তা দেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন  তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সব চিকিৎসার খরচ সরকার দেবে। আইসিইতে যারা রয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্য ছয়জন ভালো হবে আশা করি। তবে সবারই শ্বাসনালী পুড়ে গেছে। যা যা আধুনিক চিকিৎসা দেওয়া দরকার তা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা দিনরাত কাজ করে যাচ্ছে। রোগীরাও সন্তুষ্ট।’

মন্ত্রী বলেন, ‘নিহতদের স্বজনদের ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তাছাড়া দাফনের জন্য আরো ২০ হাজার টাকা করে দেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘পুরান ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা। একই বাসায় বসবাস, একইবাড়িতে গোডাউন, আবার শিল্প কারখানা। এটা আলাদা হওয়া উচিৎ। এটির সমাধানে সরকার চেষ্টাও করেছে। বাড়ির মালিককেও সচেতন হতে হবে। এবার অন্তত ওখানে বসবাসরত, গোডাউন ও শিল্প কারখানা মালিকদের টনক নড়বে। এর একটি সুরাহা হওয়া উচিৎ, হয় সেখানে বসতি বা শিল্প।’