টেকনাফে ‘বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত’ নিহত

Looks like you've blocked notifications!

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নুরুল আলম (৩৫)।

র‍্যাব জানিয়েছে, নিহত নুরুল আলম ‘রোহিঙ্গা ডাকাত’। নুরুল টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্প লুট ও আনসার কমান্ডার হত্যা মামলার প্রধান আসামি।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। নুরুলের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

কক্সবাজার র‍্যাব-১৫-এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানিয়েছেন, রাতে র‍্যাবের একটি টহলদল টেকনাফ দমদমিয়া এলাকায় কিছু লোককে চ্যালেঞ্জ করলে তারা অতর্কিতে র‍্যাবের ওপর গুলি করেন। এ সময় র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। ২৫ থেকে ৩০ মিনিট ধরে চলা গোলাগুলিতে অন্যরা পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে রোহিঙ্গা ডাকাত নুরুল আলমকে শনাক্ত করে র‍্যাব।

একইভাবে র‍্যাব জানতে পারে, নুরুল আলম টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত আনসার ক্যাম্প লুট করে অস্ত্র ছিনিয়ে নিয়ে আনসার কমান্ডার আলী হোসেনকে হত্যা মামলার প্রধান আসামি। দীর্ঘদিন পলাতক ছিলেন নুরুল।

নিহত নুরুল আলমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য টেকনাফ থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।