৪৬ মরদেহ শনাক্ত, বাকি ২১ জনের অপেক্ষা

Looks like you've blocked notifications!
শনাক্ত হওয়ার পর লাশ নিয়ে যান স্বজনরা। এ সময় কান্নায় আশপাশের পরিবেশ ভারি হয়ে যায়। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬৭ জনের মধ্যে ৪৬ জনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা।

আজ শুক্রবার সকালে আরো একটি মরদেহ শনাক্ত করা হয়। এই নিয়ে মরদেহ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬-এ।

আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ এনটিভি অনলাইনকে বলেন, ‘২১ জনের মরদেহ এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। ঢাকা মেডিকেলের মর্গের ফ্রিজ নষ্ট থাকায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহগুলো।’

এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচটি, মিটফোর্ড হাসপাতালে পাঁচটি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনটি,  জাতীয় হৃদরোগ হাসপাতাল পাঁচটি ও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ফ্রিজে তিনটি মরদেহ পাঠানো হয়েছে।

মিটফোর্ড হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানায়, মধ্যরাতের পরে মরদেহগুলো বুঝে পেয়েছেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত নিহতের স্বজনরা ৪৫টি মরদেহ শনাক্ত করে নিয়ে গেছেন। আজ সকালে আরেকজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।