চকবাজারে অগ্নিকাণ্ড, কাল রাষ্ট্রীয় শোক

Looks like you've blocked notifications!
গত বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে চকবাজার এলাকায়। ছবি : এনটিভি

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আগামীকাল সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের নন্দকুমার দত্ত রোড ও চুড়িহাট্টা শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে আগামীকাল সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

এ উপলক্ষে আগামীকাল বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবনসমূহে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এদিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

এ সময় স্পিকার নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।