‘বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি নেই’

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ছবি : এনটিভি

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরণের ত্রুটি নেই বলে দাবি করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, আমরা পাঁচ সদস্যের তদ্ন্ত কমিটি গঠন করে দিয়েছি। এ কমিটিকে পাঁচদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রকৃত ঘটনার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাবে না।’

আজ সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। গতকাল রোববার চট্টগ্রামে বাংলাদেশ বিমানের দুবাইগামী বিমান ছিনতাই চেষ্টার ঘটনা স্পষ্ট করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি তাতে মনে হয়েছে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী যুবক অস্ত্র নিয়ে বিমানে প্রবেশ করেনি। তা ছাড়া বিমানবন্দরে যেভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়, তাতে কারো পক্ষে অস্ত্র নিয়ে প্রবেশের সুযোগ নেই। তারপরও এ বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত কমিটি তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। তদন্তের পর প্রতিবেদন পেলেই আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটি আগামীকাল চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে যাবে। তবে আমরা জানতে পেরেছি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে ঢোকার সময় বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী যাত্রীর ব্যাগ ও দেহ তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পিস্তল খেলনা নাকি অরিজিনাল সেটা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না।’

মাহবুব আলী বলেন, ‘একজন যাত্রী এয়ারপোর্টে আসার পর থেকে বিমানে উঠা পর্যন্ত নিরাপত্তার ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় সব কিছুই আপনাদের দেখার সুযোগ হয়েছে। এখানে এমন কোনো লিকেজ ছিল না বা এখনো নেই যে একটা যাত্রী এসব বাইপাস করে বিমানে যেতে পারে।’

বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘উড়োজাহাজের জরুরি অবতরণ ছিল না। এটা বিমানের ইমেজ সংকটের কারণ হবে বলে আমি মনে করি না।’ তবে বিষয়টি ইতিবাচকভাবে তুলে ধরার জন্য তিনি গণমধ্যমের প্রতি অনুরোধ জানান।