চকবাজার অগ্নিকাণ্ড

রাতে দুজনের মৃত্যু, মোট নিহত ৬৯ জন

Looks like you've blocked notifications!

রাজধানীর চকবাজার চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৬৯ জনে।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে রাত সোয়া ১০টার দিকে মারা যান আনোয়ার হোসেন। এর পর রাত সোয়া ১১টার দিকে মারা যান মো. সোহাগ মিয়া।

আনোয়ার হোসেন ছিলেন রিকশাচালক। তিনি পরিবার নিয়ে কামরাঙ্গীরচরে বসবাস করতেন। অন্যদিকে মো. সোহাগের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, রাত সোয়া ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন আনোয়ার। হাসপাতালে ভর্তি হওয়ার পর আনোয়ার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে অনেকেই হতাহত হন। ওই রাতেই মারা যান ৬৭ জন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এখনো বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।