ওয়াজ মাহফিল চলাকালে ছুরিকাঘাতে যুবক নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ওয়াজ মাহফিল চলাকালে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক উপজেলার হাকিমপুর গ্রামের আয়নাল মণ্ডলের ছেলে আসলাম মণ্ডল (২০)। আহত যুবকের নাম রাজা। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদপুর গ্রামে গতকাল সন্ধ্যা থেকে ধর্মীয় ওয়াজ মাহফিল শুরু হয়। সেখানেই বসে গ্রাম্যমেলা। রাত ৯টার দিকে মেলায় সেভেন আপ চুড়ি নামে এক ধরনের লটারি খেলার সময় কথাকাটাকাটির একপর্যায়ে আসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন।
আসলামকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর একজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ।