‘কেমিক্যাল গুদামের বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে’

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত শোকসভায় বক্তব্য দেন ড. কামাল হোসেন। ছবি : এনটিভি

নিমতলীর আগুনের ঘটনার পর পুরান ঢাকার কেমিক্যালের গুদাম সরানোসহ বিভিন্ন পরিকল্পনা নিতে আদালত ৯ বছর আগে যে আদেশ দিয়েছিল তা কেন বাস্তবায়ন করা হয়নি জনগণ তা জানতে চায়। এ বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন ড. কামাল হোসেন। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ওই শোকসভার আয়োজন করে গণফোরাম।

নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনার পর পুরান ঢাকাকে ঘিরে আদালত যেসব পরিকল্পনা নিতে আদেশ দিয়েছিলে তা কেন মানা হয়নি এমন প্রশ্ন রাখেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘জনগন সেসব তথ্য জানতে চায়।’

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা তথ্য চাই, জনগণ তথ্য চায়। এই ৯ বছরে কী হয়েছে এ ব্যাপারে। এই যে আদেশগুলো দেওয়া হয়েছে, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা জানার আগ্রহ আমার আছে, একজন নাগরিক হিসেবে আগ্রহ আছে। কেন জানাবেন না? এ দেশ তো কারো পৈত্রিক সম্পত্তি না।’

ড. কামাল বলেন, ‘ওদের (সরকার) কাছে সেবক হিসেবে জানতে চাচ্ছি না। আমরা মালিক হিসেবে সরকারের কাছে জবাবদিহিতার দাবি করছি।’

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘যদি নির্বাচিত সরকার হতো বলতাম পদত্যাগ করেন, এটা নির্বাচিত নয়, অনির্বাচিত সরকার। আল্লাহর ওয়াস্তে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান।’

আলোচনায় অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন দেশে মানুষের কথা বলার অধিকার নেই, নেই সুবিচার ও গণতন্ত্র আর সেজন্যই শাসন ব্যবস্থায় নেই ভারসাম্যতা। তাঁদের অভিযোগ ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির ম্যাজিকের পর জনগন এখন বিমান ছিনতাইসহ অনেক ম্যাজিকই প্রত্যক্ষ করছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সব ম্যাজিকের একটা খারাপ জিনিস হলো ওটা বেশিক্ষণ থাকে না। যেমন ২৯ ডিসেম্বরের ম্যাজিকটা এখন একটু একটু করে কমতে শুরু করেছে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শিল্পমন্ত্রী একেবারে প্রথম দিনেই সেখানে গিয়ে বলেছেন, এটা একটা সিলিন্ডার বিস্ফোরণে হয়েছিল। এ কথা বলার পর সিলিন্ডার বিস্ফোরণমন্ত্রীকে আমি আর দেখছি না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আজ কাগজে কলমে গেজেট নোটিফিকেশন করে কাগজে সই করে দিলাম, এতে সমাধান হবে না।’

বক্তারা অবিলম্বে সরকারকে জনগণের ভাষা বুঝে আচরণ করার আহ্বান জানান।