প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণা, সাজ্জাদ রিমান্ডে

Looks like you've blocked notifications!
র‍্যাবের হাতে আটকের পর সাজ্জাদ হোসেন। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হোসেনকে (৬২) চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে সাজ্জাদ হোসেনকে আটক করে র‍্যাব।

আজ শনিবার ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূইয়া রিমান্ডের আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রণপ কুমার ভক্ত এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) শরিফ উদ্দিন আজ আটক সাজ্জাদ হোসেনকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক চারদিন রিমান্ডের আদেশ দেন।

নথি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকা থেকে সাজ্জাদ হোসেনকে আটক করা হয়। সাজ্জাদ নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার বড় বোনের ছেলে হিসেবে পরিচয় দেন।

এ পরিচয়ে কয়েক বছর ধরে সর্বস্তরে বিশ্বস্ততা অর্জন করেন এবং চাকরিতে নিয়োগসহ নানা ধরনের অবৈধ সুবিধার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। তিনি নিজেকে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা হিসেবেও পরিচয় দিয়ে আসছিলেন।