ট্রাকচাপায় পা হারালেন শিক্ষক, শিক্ষার্থীদের অবরোধ
ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরে ট্রাকচাপায় এক শিক্ষক পা হারিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে হক মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
দুর্ঘটনার শিকার গৌতম কুমার সাহা (৩৭) পৌর এলাকার নিউ মডেল প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক জানান, দুর্ঘটনার পর গৌতমকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ডান পা কেটে ফেলা হয়।
ওসি আরো জানান, স্থানীয়রা ট্রাকচালক মিনারুলকে (৩০) পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও চালকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা বোয়ালমারী-কামারগ্রাম সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।