সিরাজগঞ্জে আ.লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার দুপুরে তাড়াশ পৌর সদরের বারোয়ারি বটতলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। গতকাল রোববার রাতে তাঁকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ। এ নিয়ে আজ সোমবার সকাল থেকে তাড়াশে উত্তেজনা বিরাজ করছিল।
দুপুরে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে নিজ বাড়ির (বারোয়ারি বটতলা) সামনে অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সঞ্জিব কর্মকারের সমর্থকরা মিছিল নিয়ে এলে উভয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বারুহাস ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ হাসান, ছাত্রলীগকর্মী জমির হোসেন, ছোটনসহ পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।