৯ দফা দাবিতে খুলনা-যশোর জুটমিল শ্রমিকদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
বকেয়া বেতন ও ভাতা পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবি আদায়ে সোমবার খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ছবি : এনটিভি

বকেয়া বেতন ও ভাতা পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

আজ সোমবার সকাল ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী পাটকল শ্রমিক লীগের উদ্যোগে নিজ নিজ মিলের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা ওই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। খুলনার খালিশপুরের বিএডিসি রোডের ক্রিসেন্ট, খালিশপুর, প্লাটিনাম ও দৌলতপুর মিলের শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে।

নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে পাটকল শ্রমিক লীগ। কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন খালিশপুরের খুলনা প্লাটিনাম জুবিলী জুট মিলের সামনে পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগ নেতা মুরাদ হোসেন, সোহরাব হোসেন প্রমুখ এতে বক্তব্য দেন।

বক্তারা পাট খাতে জরুরি অর্থ বরাদ্দসহ শ্রমিকদের প্রস্তাবিত নয় দফা দাবি মেনে নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান। শ্রমিকদের দাবি পূরণ করা না হলে আগামীতে সড়ক অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।