স্পিকারকে সিইসির চিঠি

এমপিরা যেন আচরণবিধি মেনে চলেন

Looks like you've blocked notifications!

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যেন সংসদ সদস্যরা (এমপি) আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় অংশ না নেন তার অনুরোধ জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।

মো. মোখলেসুর রহমান বলেন, ‘কিছু উপজেলা পরিষদে সংসদ সদস্যরা আচরণবিধি না মেনে প্রার্থীদের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন। যেটা তাঁরা পারেন না। এটা স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। সুতরাং এরপর সংসদ সদস্যরা যাতে আর প্রচারণায় অংশ না নেন তার অনুরোধ জানিয়ে সিইসি স্পিকারকে চিঠি দিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘এই চিঠি স্পিকার পেয়েছেন। স্পিকার জানিয়েছেন, তিনি এই ব্যাপারে সংসদ অধিবেশন চলাকালীন সময়ে তিনি সব সংসদের দৃষ্টি আর্কষণ করবেন। এর আগে ইসির পক্ষ থেকে কয়েকজন সংসদকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিলেন ইসি কিন্তু তারা কথা শোনেননি। তাই স্পিকারকে চিঠি দেওয়া হলো।’

উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। সংসদ সদস্যরাও এই আইন অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেজন্য তাঁরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।

এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের ভোট গ্রহণ করা হবে।