পিস্তল নিয়ে ধাওয়া, ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে আজ বুধবার দুপুরে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি বিদেশি পিস্তল ও একটি গুলিসহ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুমনকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন সংগঠনের অন্য নেতা-কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, আজ দুপুর দেড়টার দিকে কাশিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে কাশিনাথপুর বাজারে সংগঠনের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুমন বিদেশি পিস্তল উচিয়ে গুলি করার চেষ্টা করলে ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পিস্তলটি লাইসেন্স করা কি না জানতে চাইলে ওসি জানান, পিস্তলটি অবৈধ। ছাত্রলীগ নেতা সুমন পিস্তলের লাইসেন্স দেখাতে পারেননি। এ ব্যাপারে সুমনকে আসামি অস্ত্র আইনে মামলা হয়েছে।
সুমনের বাড়ি সাঁথিয়া উপজেলার কোনাবাড়িয়া গ্রামে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় কাশিনাথপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।