প্রধানমন্ত্রীর সফরের দায়িত্ব পালন করতে গিয়ে চালকের মৃত্যু
কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।
মৃত চালকের নাম হাসমত আলী (৫০)। তিনি পঞ্চগড় চিনিকলের মহাব্যবস্থাপকের গাড়ি চালাতেন। হাসমতের বাড়ি পঞ্চগড় শহরের পুরাতন পঞ্চগড় গ্রামে। তাঁর স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
এ ঘটনায় কুড়িগ্রামে দায়িত্ব পালন করতে আসা গাড়িরচালকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হাসমত আলীর সহকর্মী পঞ্চগড় সুগার মিলের গাড়িচালক হোসেন আলী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ অক্টোবর বৃহস্পতিবার একদিনের সফরে কুড়িগ্রাম আসবেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন স্বাক্ষরিত পত্রের নির্দেশে তাঁরা প্রধানমন্ত্রীর সফর কাভার করতে পাঁচটি গাড়ি নিয়ে ১১ অক্টোবর কুড়িগ্রামে আসেন। আজ সকাল ৭টা থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ও কুড়িগ্রাম স্টেডিয়ামে হেলিপ্যাড থেকে সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর গাড়িবহর কীভাবে যাবে, তার অনুশীলন হচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন হাসমত। তাৎক্ষণিকভাবে তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নজরুল ইসলাম জানান, সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসমত আলী হাসপাতালে আসেন। প্রধানমন্ত্রীর সফরের অনুষ্ঠানে দায়িত্ব পালনের কথা জানতে পেরে তাঁর সুষ্ঠু চিকিৎসায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অজয় কুমার রায়ের নেতৃত্বে চার সদস্যের চিকিৎসা দল গঠন করা হয়। চিকিৎসকেরা হাসমতকে সার্বক্ষণিক যথাযথ চিকিৎসা দেন। কিন্তু তাঁর অবস্থা ছিল খুব খারাপ। এ জন্য পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে হাসমত আলীর মৃত্যু হয়।
এদিকে কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন খবর পেয়ে হাসমতের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেন। দুপুর দেড়টার দিকে অ্যাম্বুলেন্সে করে হাসমত আলীর লাশ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়।