নগরকান্দায় আওয়ামী লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর ১২টার দিকে। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বিনোকদিয়া বাজার এলাকায় আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান সরদারের সমর্থক ইলিয়াস মেম্বার ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কাজী বাবুলের সমর্থক নাছির শেখের সঙ্গের ভোট চাওয়া নিয়ে তর্ক-বিতর্কের মধ্যে দিয়ে সংঘর্ষ বেধে যায়। এরই জের ধরে আজ শনিবার দুপুরে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে নগরকান্দা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত দুই পক্ষের কেউ কোনো মামলা দেয়নি। মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান সরদার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী কাজী বাবুলের সমর্থকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে।