যেসব কারণে ২৮ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/10/photo-1552221506.jpg)
ভোটকেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই, অবৈধভাবে সিল মেরে জাল ভোট প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণ দেখিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ২৮টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ১২ জেলার ৭৮ উপজেলায় ভোট গ্রহণ করা হয়।
ভোটকেন্দ্রের ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম সরকারি কলেজ, শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, টগরাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট স্থগিত করা হয়। কুড়িগ্রাম সদরে মোট কেন্দ্র ৯০টি।
একই কারণে জেলার চিলমারী উপজেলার খালেদা শওকত পাটোয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরবৈলমনডিয়ার খাতা বিদ্যালয়, রৌমারী উপজেলায় খনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগেশ্বরী উপজেলার কুঠি নাওডাঙ্গা ফোরকানিয়া মাদ্রাসা ও পূর্ব পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উলিপুর উপজেলার মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, হকুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিসামত মালতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
ভোটকেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দেওয়ার ঘটনায় সুনামগঞ্জ সদর উপজেলার দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটি হচ্ছে তেঘড়িয়া মাদ্রাসা ও বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দুপুর ১টার দিকে স্থানীয় কিছু যুবক তেঘড়িয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে জোর করে ঢুকে চেয়ারম্যান প্রার্থীর দুটি বই, ভাইস চেয়ারম্যান প্রার্থীর চারটি বইসহ ছয়টি বই ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ তাদের লাঠিপেটা করে ধাওয়া দিয়েছে। এই ঘটনায় ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা এসে ওই ব্যালট বইয়ের সব ভোট বাতিল করেন।
নুসরাত ফাতিমা জানান, প্রিজাইডিং অফিসার দায়িত্বে থাকাবস্থায় ছয়টি বই ছিনতাই করে নিয়ে গেছে। আমরা বই উদ্ধারের চেষ্টা করছি। আর ওই ব্যালট বইয়ের সব ভোট বাতিল করেছি। সেই সঙ্গে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার আগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এ ছাড়া জেলার ছাতক উপজেলার নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহিরপুর উপজেলার দিঘলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাল্লা উপজেলার ইয়ারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই এবং কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭২৯টি ব্যালট ছিনতাইয়ের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। উপজেলার আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি অবৈধভাবে সিলমারায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজমেরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটপেপার ও সিল ছিনতাইয়ের কারণে ভোট স্থগিত করা হয়। শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ে ঘটনায় পুলিশ ও আনসার সদস্য আহত হন।
বহিরাগত লোকজন ভোটকেন্দ্রে ঢুকে জোরপূর্বক ব্যালটে সিল মারার কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হাটখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী দুই প্রিজাইডিং কর্মকর্তা ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মারায় সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই তিনজনকে আটক করা হয়।
ভোটকেন্দ্রে বহিরাগত লোকজন ঢোকা ও জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার কারণে শাহজাদপুর উপজেলার কৈজুরী মহিউল ইসলাম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ও শ্রীফলতলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট বন্ধ ঘোষণা করা হয়।
জাল ভোট দেওয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ সময় কেন্দ্র থেকে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও নৌকা প্রতীকের প্রার্থীর দুজন পোলিং এজেন্টকে আটক করা হয়েছে।
এ ছাড়া বাঘা উপজেলার চান্দের আরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধভাবে সিলমারার কারণে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।