হবিগঞ্জে আ.লীগ ৪, স্বতন্ত্র ৪

Looks like you've blocked notifications!
হবিগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে জয়ী প্রার্থীরা (বাঁ থেকে) মোতাচ্ছিরুল ইসলাম, ফজলুল হক চৌধুরী সেলিম, সৈয়দ খলিলুর রহমান, সৈয়দ মোহাম্মদ শাহজাহান, (নিচে) মুশফিউল আলম আজাদ, আব্দুল কাদির লস্কর, মর্তুজা হাসান ও আবুল কাশেম চৌধুরী। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আটটি উপজেলা পরিষদের নির্বাচন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চারটি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চারটি উপজেলায় স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফৌরদৌসী আরা বেগম।

লাখাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম জয়ী হয়েছেন।

চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার ও মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আবিদা খাতুন নির্বাচিত হয়েছেন।

বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন জয়ী হয়েছেন।

নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম নির্বাচিত হয়েছেন।

আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজীব ও মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার জয়ী হয়েছেন।

বানিয়াচং উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগনেতা ফারুক আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

মাধবপুর উপজেলায় চেয়ারম্যান পদে সদ্য পদত্যাগী চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী বিএনপিনেতা সৈয়দ মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপিনেত্রী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন জয়ী হয়েছেন।