বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি আমিরুল, সম্পাদক আনোয়ার
ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাচনে মো. আমিরুল ইসলাম চৌধুরী সভাপতি ও মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কোষাধ্যক্ষ পদে এ কে এম রেজাউল করিম, প্রচার সম্পাদক পদে এরশাদ সাগর ও নির্বাহী সদস্য পদে কবি নাজমুল হক নজীর, রাসেল আহমেদ ও মো. মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহসভাপতি পদে কাজী হাসান ফিরোজ ও দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
উপজেলা নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।