কেরানীগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর বৈদ্যুতিক পণ্যের ব্যবসায়ী মো. আরেফিন আবেদিন খান রাজনের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। আজ বুধবার দুপুরে কেরানীগঞ্জের শুভাঢ্যা বাঘৈর সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত ব্যবসায়ী রাজন নবাবপুরের বিক্রম ইলেকট্রিক নামের দোকানের মালিক। তাঁর বাসা নবাবপুরের ঝুরিয়া টুলি মহল্লায়। তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছে।
নিহতের চাচা শামসুল আলম জানিয়েছেন, গত মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হন রাজন। রাতে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যায়নি। কেরানীগঞ্জে লাশ পাওয়ার খবর পেয়ে তাঁরা বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে গিয়ে লাশটি রাজনের বলে শনাক্ত করেন।
কী কারণে বা কারা রাজনকে হত্যা করতে পারে সে ব্যাপারে কিছু বলতে পারেনি স্বজনরা।
বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গের সামনে রাজনের সঙ্গের ব্যবসায়ীরা জানান, রাজন ভালো ব্যবসায়ী ছিলেন। কেন তাঁকে হত্যা করা হয়েছে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম জানিয়েছেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শুভাঢ্যা থেকে দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট ও চেক শার্ট। পরে বিকেলে নিহতের পরিবারের লোকজন লাশটি ব্যবসায়ী রাজনের বলে শনাক্ত করে।
ওসি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।