রাউজানে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগকর্মী নিহত
চট্টগ্রামের রাউজান উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চারাবটতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম (৩৫) রাউজান পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের হরিষ কাইনপাড়ার আলী আহমেদের ছেলে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিজাম উদ্দিন এনটিভিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানিয়েছে, রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যুবলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর অংশ হিসেবে আজ বুধবার আজিজ ও জসিমপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে জসিমের সহযোগী শহীদুলকে ফোন করে চারাবটতল এলাকায় আসতে বলা হয়। শহীদুল আরো কয়েকজন সহযোগী নিয়ে চারাবটতল এলাকায় দোকানের সামনে অবস্থান করার সময় প্রতিপক্ষের কর্মীরা কাছ থেকে মাথায় গুলি করে। এ সময় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শহীদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এ সময় আহত হন শহীদের সহযোগী বাহার। পরে স্থানীয় লোকজন আহত বাহারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বাহারের অবস্থাও আশঙ্কাজনক।