ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ভুলুণ্ঠিত হয়েছে : ড. মোশাররফ

Looks like you've blocked notifications!
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ডাকসু নির্বাচন হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ভুলুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরবকে ভুলে গিয়ে এই ডাকসুর নির্বাচনে ঠিক ২৯ ডিসেম্বর রাতের মতোই ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি মরহুম শাজাহান চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন বিএনপিনেতা।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,’ যেহেতু এখানেও সরকারদলীয় ছাত্রসংগঠন আছে। তাদের মুরুব্বিরা যেভাবে ২৯ ডিসেম্বর রাতে ভোট ডাকাতি করেছে এবং এইসব কর্মীদের হাতেই হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরবকে ভুলে গিয়ে এই ডাকসুর নির্বাচনে ঠিক ২৯ ডিসেম্বর রাতের মতোই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। মেয়েদের কাছে ধরা পড়েছে যে তারা আগের রাতে ভোট দিয়ে রেখেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্যকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে অতীতের সব আন্দোলনে ডাকসুর ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছেন। ২৮ বছর পর অনুষ্ঠিত সেই ডাকসু  নির্বাচনেও ভোট ডাকাতি হলো।

এসবের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে ড. মোশাররফ হোসেন বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে দলকে সংগঠিত করে বিএনপি দেশবাসীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে।