চকবাজারে আগুন : আরো পাঁচজনের মরদেহ শনাক্ত

Looks like you've blocked notifications!
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএনএ টেস্টের মাধ্যমে আরো পাঁচজনের পরিচয় শনাক্ত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ছবি : পিবিএ

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএনএ টেস্টের মাধ্যমে আরো পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ নিয়ে ডিএনএ টেস্টের মাধ্যমে ১৬টি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এখনো দুটি মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে নিহত দুজনের ডিএনএ নমুনার মিল পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ে অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।

শনাক্ত হওয়া পাঁচজন হলেন হাজি ইসমাইল, ফয়সাল সারওয়ার, রেহনুমা তাবাসসুম দোলা, মোস্তফা ও জাফর। যে দুটি মরদেহ শনাক্ত করা যায়নি সেগুলো মর্গে থাকবে। কেউ মরদেহগুলো দাবি করলে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে মেলানো হবে বলে জানান সিআইডির অতিরিক্ত আইজিপি।