ভৈরবে যুবদলের সাধারণ সম্পাদক মামুন বহিষ্কার

Looks like you've blocked notifications!

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ আল-মামুনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের রাজনৈতিক পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

গত ১১ মার্চ একটি লিখিত বহিষ্কারাদেশে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে বহিষ্কৃত বিএনপিনেতা আল-মামুন জানান, আসন্ন ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি জনগণের স্বার্থে বিগত পাঁচ বছর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছি এবং এবারও আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।