বাংলাদেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চলাচল করে না: কর্তৃপক্ষ

Looks like you've blocked notifications!

বাংলাদেশের কোনো বিমান পরিবহন সংস্থা বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ ব্যবহার করছে না বলে জানিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

সিভিল এভিয়েশনের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা এম রেজাউল করিম বুধবার ইউএনবিকে বলেছেন, ‘সবার অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশে কোনো বিমান পরিবহন সংস্থা বোয়িং ৭৩৭  ম্যাক্স বিমান ব্যবহার করে না এবং কোনো বিদেশি এয়ারলাইন্সও বাংলাদেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ব্যবহার করছে না।’

সম্প্রতি ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স সিরিজের একটি বিমান উড্ডয়নের কয়েক মিনিট পর বিধ্বস্ত হয়। বিমানটি নাইরোবিতে যাওয়ার কথা ছিল।

বিমান বিধ্বস্তে ১৫৭ আরোহীর সবাই নিহত হন। এই ঘটনার পর বিশ্বের অনেক দেশের বিমান সংস্থা এই ম্যাক্স বোয়িং বিমান ব্যবহার বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশে উদ্বেগ তৈরি হওয়ার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ ঘোষণা দিল।