‘নিজেদের মানুষকে ধোঁকা দিতেই ফিলিপাইনের ব্যাংকটির মামলা’

Looks like you've blocked notifications!
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : এনটিভি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ফিলিপিনের জনগনকে ধোঁকা দিতে রিজাল কমার্সিয়াল ব্যাংক (আরসিবিসি) বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত হিরোইসু ইজুমির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘তাদের (আরসিবিসি) পক্ষ থেকে মামলা করা আইনি আচরণ নয়।’

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘এতে আরসিবিসি কর্মকর্তাদের সত্যি সত্যি আইনি আচরণ মনে হয়নি।’ তিনি বলেন, ‘মামলাটা করা হয়েছে তাদের নিজের দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তাদের আচরণের কারণেই ফিলিপাইনের সরকার এবং সিনেট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং এর জন্য আরসিবিসিকে দায়ী করেছিল।’ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে কোন মামলা করলে তাতে মানহানিকর কিছু হবে না।’

জাপানের সাথে আর কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এ বিচারপতি নির্বাচন হবে। সেই নির্বাচনে জাপানের একজন বিচারপতি প্রার্থী হতে চান, সেখানে তাঁরা বাংলাদেশের সমর্থন চান। আমি তাঁকে বলেছি,  যেহেতু বাংলাদেশ থেকে এই নির্বাচনে কোন প্রার্থী দেওয়া হবে না তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে জাপানের প্রতি সমর্থনের বিষয়টি তাদের জানাব।’

আনিসুল হক আরো বলেন, ‘হলি আর্টিজান এর মামলার ঘটনার আপডেটটা তাদের জানানো হয়েছে।’ হলি আর্টিজান এর মামলার আপডেট জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এই মামলাটি এখন বিচারাধীন। এখন পর্যন্ত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এই বিচারটা অনেক দূর এগিয়েছে।’