গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান নাসিমের

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ শিরোনামে বই প্রকাশের পূর্ব-প্রস্তুতি সভায় কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ছবি: এনটিভি

সাধারণ মানুষের কথা বিবেচনা করে গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ শিরোনামে বই প্রকাশের পূর্ব-প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধির ব্যাপারে আমি জ্বালানি মন্ত্রীকে অনুরোধ করব, উনি যেন বিবেচনা করে দেখেন সহনীয় পর্যায়ে যেন গ্যাসের দাম বাড়ে। কেননা গরিব মানুষ কষ্ট পায়, মধ্যবিত্ত মানুষ কষ্ট পায়, এটা আপনারা বিবেচনা করে দেখবেন।’

এ ছাড়া আজ নিউজিল্যান্ডে দুই মসজিদে হামলার প্রসঙ্গ টেনে নাসিম বলেন, নিউজিল্যান্ডের মতো উন্নত দেশেও যেখানে জঙ্গি হামলার ঘটনা ঘটছে, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রায় জঙ্গিমুক্ত হয়েছে। অনেক বাধা সত্ত্বেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই বারবার তাঁর সরকার নির্বাচিত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

স্বাধীনতা বিরোধীরা যেন কখনো ক্ষমতায় আসতে না পারে সেই আহ্বান জানিয়ে এ নেতা আরো বলেন, ‘এরশাদও একাত্তরের খুনি ও ঘাতকদের প্রশ্রয় দিয়েছে। এবং বিএনপি, খালেদা জিয়ার দল বারবার প্রশ্রয় দিয়েছে। আমরা কোনো দিনও চাই নাই যে কোনো রাজনৈতিক দলের নেতা জেলে থাকুক। কিন্তু আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি, বিএনপির পাপের কারণেই আজকে তাদের নেত্রীকে জেলে থাকতে হচ্ছে। এই পাপের জন্য তাদেরকে ফল ভোগ করতে হচ্ছে।’