বঙ্গবন্ধুর জন্মদিনে মানিকগঞ্জে প্রেসক্লাব ও জেলা প্রশাসনের প্রীতি ক্রিকেট ম্যাচ

Looks like you've blocked notifications!
জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে মানিকগঞ্জ প্রেসক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেলা প্রশাসন দল। ছবি : এনটিভি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে মানিকগঞ্জ প্রেসক্লাব ও জেলা প্রশাসনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এই ক্রিকেট ম্যাচের আয়োজন করে। খেলায় প্রেসক্লাবকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেলা প্রশাসন।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন দল। নির্ধারিত ১৬ ওভারে প্রেসক্লাব দল ৭৬ রান সংগ্রহ করে। জবাবে জেলা প্রশাসন ১৫.৪ বলে ৪ উইকেট ৭৭ রান করে বিজয়ী হয়।

জেলা প্রশাসন দলের অধিনায়ক ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও প্রেসক্লাবের অধিনায়ক ছিলেন সাব্বিরুল ইসলাম সাবু।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার দেওয়া হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

পুরস্কার বিতরণীতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপ‌তি আহমেদ সা‌ব্বির সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম ভুনুসহ অনেকেই উপস্থিত ছিলেন।