অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা রিপোর্টার্স ক্লাব ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো)।
ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সামনে আজ বুধবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর সাংবাদিকেরা র্যালি বের করেন।
এসব কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট আইয়ুব আলী, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আজকের খবরের প্রধান সম্পাদক মোশাররফ হোসেন, ময়মনসিংহ জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও শাশ্বত বাংলার সম্পাদক আজগর হোসেন রবিন, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আলম রফিক, ভালুকা প্রেসক্লাবের সভাপতি শাহ আকরাম হোসেন, হালুয়াঘাট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি প্রান্তোস চন্দ্র দে, বসকোর মহাসচিব ডা. উৎপল মজুমদার ও সহসভাপতি জুবায়ের হোসেন, অপরাধ সংবাদ ডট কমের চিফ রিপোর্টার মাজহারুল ইসলাম, দৈনিক একুশে সংবাদের মোখলেছুর রহমান, দৈনিক লোক লোকান্তরের ফটো সাংবাদিক মাসুদ রানা, আমাদের ময়মনসিংহের সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান, শাশ্বত বাংলার বার্তা সম্পাদক বদরুল আমীন, দৈনিক সন্ধ্যাবাণীর রায়হান আকতার, আবুল হোসেন পাশা, মানুষের অধিকারের আমিনুল হক শামীম, আব্দুল্লাহ আল মামুন, কেন্দুয়া টাইমসের সম্পাদক মিছা আক্তার ও আল আমিন, ওবায়দুল্লাহ রুমী, সাংবাদিক শিবরঞ্জন শিবু, ভোরের সময়ের জেলা প্রতিনিধি রবিউল আউয়াল, দৈনিক রূপালীর অজয় সরকার, মাটি ও মানুষের ফটো সাংবাদিক কামাল হোসেন, লালসবুজের দেশ-এর মিরাজ উদ্দিন বাপ্পী, শ্রাবণী আক্তার, ইসরাত জাহান সাদিয়া, ঢাকা টাইমস-এর মনিরুল হক, ভোরের অপেক্ষার শহর প্রতিনিধি মোহাম্মদ আলী প্রমুখ।