খাগড়াছড়িতে কাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক
খাগড়াছড়ি জেলায় কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পাবত্য বাঙালি ছাত্র পরিষদ। রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলায় আটজনকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং তিন জেলার মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমাকে উপজাতি সন্ত্রাসীদের উসকানিদাতা উল্লেখ করে তাঁর অপসারণ দাবিতে এই হরতার ডেকেছে তারা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাঘাইছড়িতে ব্রাশফায়ার করে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় খাগড়াছড়ি জেলা সদর, মাটিরাঙ্গা ও রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ করে সন্ত্রাসীদের আটকে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলেও ১৮ ঘণ্টা পরও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ হরতাল দেওয়া হলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে রোগী বহনকারী গাড়ি, শিশু খাদ্যবহনকারী গাড়ি ও পর্যটক বহনকারী গাড়িকে হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।