নিরাপদ সড়ক ব্যবস্থায় ব্যর্থ হয়েছে সরকার : মোশাররফ

Looks like you've blocked notifications!
ডিআরইউতে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আবরারের রক্তে প্রমাণিত হলো দেশে নিরাপদ সড়ক ব্যবস্থায় ব্যর্থ হয়েছে সরকার।’

আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম ওই সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার জনগণের সরকার নয়, ফ্যাসিবাদী সরকার। তাই তারা যা বলে তা করে না। আর এজন্যই সড়কে অস্বাভাবিক ঘটনা ঘটছে। ডাকসু নির্বাচন, জাতীয় নির্বাচন সকল ক্ষেত্রেই অস্বাভাবিক ঘটনা ঘটেছে। অস্বাভাবিক সরকারের আমলে অস্বাভাবিক ঘটনা অতি স্বাভাবিক। তবে এই অস্বাভাবিক ঘটনা বেশিদিন চলতে পারে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার ছাত্রদের আন্দোলন থেকে বিরত থাকার জন্য যে কথা দিয়েছিল। তারা সেই কথা রাখে নাই। তাই সেই জন্যই নিরাপদ সড়কের দাবিতে যে ছেলেটি রাস্তায় নেমেছিল, তাকে জীবন দিতে হয়েছে। আমরা এই আন্দোলনের পূর্ণ সমর্থন জানাচ্ছি। সরকারকে ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘সুচিকিৎসার জন্য হলেও বেগম জিয়ার মুক্তি প্রয়োজন। তাঁর মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দলকে আরো শক্তিশালী মজবুত করে লড়াইয়ে নামতে হবে। এই লড়াই শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য নয়। এই লড়াই হবে বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠার লড়াই।’

খন্দকার মোশাররফ বলেন, ‘অনেকে আমাদের হতাশ মনে করছেন, তবে আমরা হতাশ নই। আমরা হতবাক। আমাদের এই হতবাক অবস্থা কাটিয়ে ওঠার জন্য আমাদের দলকে পুনর্গঠনসহ নানা প্রক্রিয়ায় দলকে শক্তিশালী করার প্রক্রিয়া চলছে। আমাদেরকে প্রস্তুত হতে হবে, আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। একটু দাঁড়াও আরেকটি সংগ্রাম ছাড়া এর কোনো বিকল্প নেই।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজি মাসুক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।