আশুগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জনের হুমকি

Looks like you've blocked notifications!
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু প্রত্যাহারের দাবি জানান রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পরিষদের নেতা সুমাইয়া আফরোজ মিম। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফিরোজ মিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পরিষদ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পরিষদের নেতা সুমাইয়া আফরোজ মিম।

মিম বলেন, গত ছয়-সাত বছর যাবৎ ফিরোজ মিয়া সরকারি কলেজে এইচএসসি কেন্দ্রের ভেন্যু হিসেবে ব্যবহার করার কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এ কারণে আমাদের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি। তাই অনতিবিলম্বে ফিরোজ মিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

লিখিত বক্তব্যে মিম বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভেন্যু প্রত্যাহার করা না হলে ২৩ মার্চ শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ রাজপথ অবরোধসহ কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।