একই সময়ে আটক, এক রাতে একসঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Looks like you've blocked notifications!

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।  

আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে উপজেলার রাজারছড়া পাহাড়ি এলাকায় এ কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে সকালে এনটিভি অনলাইনকে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস।

নিহতরা হলেন নুর মোহাম্মদ (৪০) ও নুরুল আমিন (৩৫)। নুর মোহাম্মদ উপজেলার নাজিরপাড়া এলাকার এবং নুরুল আমিন জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। এর মধ্যে নুর মোহাম্মদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ওসি প্রদীপ কুমার দাস দাবি করেন, ‘গত বুধবার পুলিশের হাতে আটক হন নুর মোহাম্মদ ও নুরুল আমিন। পরে তাঁদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযানে যায় পুলিশ। রাজারছড়া পাহাড়ি এলাকায় পৌঁছালে আসামিদের ছিনিয়ে নিতে একদল ইয়াবা কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।’

‘এ সময় আসামিরা পালিয়ে যেতে চাইলে গুলিবিদ্ধ হন। একপর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। তখন আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’

ওসি আরো দাবি করেন, ‘ঘটনাস্থল থেকে আটটি দেশে তৈরি বন্দুক, ২০ হাজার পিস ইয়াবা ও ২০টি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।’

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ করে ওসি বলেন, ‘এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে। নিহত নুর মোহাম্মদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি ও নুরুল আমিনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সাংবাদিকের ওপর হামলা মামলা, অর্থ লন্ডারিং, বিশেষ ক্ষমতা আইনসহ তিনটি মামলা রয়েছে।’