বাড়িতে একা থাকা প্রকৌশলীর স্ত্রীর গলাকাটা লাশ

Looks like you've blocked notifications!
বাগেরহাটে দুর্বৃত্তদের হাতে নিহত হোসনে আরা বেগমের স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

বাগেরহাট পুরাতন পুলিশ লাইন্সের পেছনের একটি বাড়ি থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পূর্ব সরুই এলাকায় নিজেদের বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম হোসনে আরা বেগম (৫৫)। তিনি গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আবদুর রহিমের স্ত্রী।

প্রকৌশলী আবদুর রহিম গত ১৮ মার্চ ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেছেন। তাঁর তিন ছেলে চাকরির সুবাদে বাড়িতে থাকেন না।

পুলিশ ধারণা করছে, মালামাল লুটের পর দুর্বৃত্তদের দেখে ফেলায় হোসনে আরাকে হত্যা করা হয়েছে।

নিহত হোসনে আরার ছোট বোন ঝর্ণা বেগম জানান, তাঁর বড় ভাগ্নের ফোন পেয়ে ওই বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান তিনি। পরে ঘরের ভেতর ঢুকে খাটের ওপরে তাঁর বোনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। ঘরের দুটি আলমারি ভাঙা দেখতে পান ঝর্ণা বেগম। পরে পুলিশে খবর দেন তিনি।

দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে গেছে বলেও জানান ঝর্ণা। তবে কী পরিমাণ মালামাল দুর্বৃত্তরা নিয়ে গেছে, এ ব্যাপারে নিহত হোসনে আরার ছেলে ও স্বামী বলতে পারবেন বলে তিনি জানান।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নিহত হোসনে আরার স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় সুযোগ পেয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড চালিয়েছে, সেটি তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।