যশোর সীমান্তে সোনাসহ ২ পাচারকারী আটক
ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলা সীমান্ত এলাকা থেকে সাতটি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার রাতে উপজেলার কায়বা সীমান্তের গাজীর কয়রা গ্রামের পাকা রাস্তা সংলগ্ন ব্রিজের কাছ থেকে ওই দুই পাচারকারীকে আটক করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাগাডাংগা গ্রামের মনিরুজ্জামান ও দরকি গ্রামের আবুল খায়ের।
বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গতকাল রাতে কায়বা সীমান্ত দিয়ে বিপুল সোনা ভারতে পাচার হচ্ছে গোপনে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযানে যান। সে সময় মনিরুজ্জামান ও আবুল খায়ের নামে দুই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি করলে সাতটি সোনার বার পাওয়া যায়। আটক সোনার মূল্য ছয় লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা।
জব্দ সোনা কাস্টমস শুল্ক গুদামে জমা ও আটক ব্যক্তিদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।