ধানের শীষে ভোট দেওয়ায় ধর্ষণ : রুহুল আমিনের জামিন বাতিল

Looks like you've blocked notifications!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ মামলার মূল আসামি রুহুল আমিনের জামিনের বিষয়ে আগের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।

আজ শনিবার সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এম এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত আগামী ২৫ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগের নেতা (বর্তমানে বহিষ্কৃত) রুহুল আমিনের আবেদনের শুনানি শেষে গত ১৮ মার্চ তাকে এক বছরের অন্তর্বর্তীকালীয় জামিন মঞ্জুর করেছিলেন হাইকোর্ট।

অভিযোগ রয়েছে, গত ৩০ ডিসেম্বর ভোটের রাতে রুহুল আমিনের নির্দেশে তাঁর অনুসারীরা এক নারীকে গণধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ রুহুল আমিনকে গ্রেপ্তার করে।

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিনকে পরে দল থেকে বহিষ্কার করা হয়।