বরিশালে ৮ উপজেলায় আ.লীগের চেয়ারম্যান, একটিতে ‘বিদ্রোহী’

Looks like you've blocked notifications!

বরিশালের নয়টি উপজেলায় ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন চেয়ারম্যান হয়েছিলেন। গতকাল রোববার তিনটি উপজেলায় চেয়ারম্যানসহ অন্যান্য পদে ভোট হয়।

দিনভর ভোট শেষে রাতে ওই তিনটি উপজেলার ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এতে নয়টি উপজেলার মধ্যে আটটিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীরা। বাকি একটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।  

গতকাল ভোট হয়েছে জেলার উজিরপুর, হিজলা, বাবুগঞ্জে। এর মধ্যে উজিরপুরে আওয়ামী লীগ মনোনীত আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বাবুগঞ্জে একই দলের কাজী ইমদাদুল হক দুলাল এবং হিজলা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন ঢালী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, উজিরপুরে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সিকদার বাচ্চু ৮৩টি ভোটকেন্দ্রে ৯২ হাজার ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল পেয়েছেন আট হাজার ৫১৯ ভোট। সাবেক উপজেলা চেয়ারম্যান জাসদনেতা স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ বাদল পেয়েছেন তিন হাজার ১১১ ভোট।

বাবুগঞ্জ উপজেলার নৌকা প্রতীকের প্রার্থী কাজী ইমদাদুল হক দুলাল ৫৪ কেন্দ্রের ফলাফলে ৩০ হাজার ৪৯৪ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী (হাতুড়ি মার্কা) মো. মোজাম্মেল হক ফিরোজ ছয় হাজার ৬৯৯ ভোট পেয়েছেন।

অপরদিকে হিজলা উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী বেলায়েত হোসেন ঢালী ৪৮টি ভোটকেন্দ্রে ২৬ হাজার ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী সুলতার মাহামুদ টিপু পেয়েছেন নয় হাজার ৯৮৬ ভোট।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা হচ্ছেন বরিশাল সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু, বানারীপাড়া উপজেলার বর্তমান চেয়ারম্যান মো. গোলাম ফারুক, গৌরনদীতে বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলায় আব্দুল রইচ সেরনিয়াবাত, মুলাদী উপজেলার বর্তমান চেয়ারম্যান তারিকুল ইসলাম মিঠু এবং বাকেরগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম চুন্নু।