ভৈরব ও কুলিয়ারচরে নৌকার বিশাল জয়

Looks like you've blocked notifications!

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

জেলা নির্বাচন অফিসের ফল অনুসারে- ভৈরব থেকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া। তিনি পেয়েছেন মোট ৬২ হাজার ৯৪৯ ভোট। অন্যদিকে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল মনসুর পেয়েছেন ২৯ হাজার ৭৭৭ ভোট। আবুল মনসুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া অপর প্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউল ইসলাম অলি আনারস প্রতীকে পেয়েছেন নয় হাজার ২৪৩ ভোট।

এদিকে অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ভাইস-চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করা হয়নি। স্থগিত ওই তিনটি কেন্দ্রের মোট ভোটার আট হাজার ৬৭৫ ভোট বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম। বাদবাকি কেন্দ্রের ভোট গণনা অনুসারে ভাইস-চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে আল মামুন ৪৩ হাজার ৫৮০ ভোট ও তালা প্রতীকে মোশারফ হোসেন ৩৯ হাজার ৩৫৫ ভোট পেয়েছেন।

অন্যদিকে মহিলা ভাইস-চেয়াম্যান পদে হাঁস প্রতীকে ৬২ হাজার ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনোয়ারা বেগম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস-চেয়ারম্যান আসমা আহমেদ পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ২৪৯ ভোট।

এদিকে কুলিয়ারচর উপজেলা পরিষদে ৪০ হাজার ৬৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. ইয়াছির মিয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮৩৭ ভোট।

এই উপজেলায় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ নূরে আলম। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গিয়াস উদ্দিন মাইক প্রতীকে পেয়েছেন নয় হাজার ৭৯৪ ভোট।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে ১৮ হাজার ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইদা খানম মুক্তা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. লিপি আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৪৬ ভোট।