উপজেলা পরিষদ নির্বাচন

বিএনপি না এলেও ভোটারদের উপস্থিতি সন্তোষজনক : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
উপজেলা নির্বাচন নিয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : এনটিভি

উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি না এলেও ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি এলে ভোটারদের উপস্থিতি আরো বেশি হতো। তিনি বলেন, বিএনপি নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে। এভাবে চলতে থাকলে রাজনীতি থেকেই তাদের পালাতে হবে। এটা বিএনপির জন্য লজ্জাজনক।

তথ্যমন্ত্রী ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বিএনপি যদি অংশগ্রহণ করতো, নিশ্চয় ভোটার উপস্থিতি আরো ভালো হতো। কিন্তু এ পর্যন্ত যে ভোটার উপস্থিতি হয়েছে আমি মনে করি, এটি অত্যন্ত সন্তোষজনক। গতকালও যে ভোটার উপস্থিতি ছিল সেটি ৪০ শতাংশ কিংবা তার চেয়ে বেশি।’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, কমিশনের সার্বিক বিষয়ের বাইরে গিয়ে অনেক সময় তিনি যেসব মন্তব্য করছেন তাতে সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে।